1. admin@dailylikonisongbad.com : admin :
  2. mdsohaghasan333@gmail.com : Sohag RAHMAN : Sohag RAHMAN
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

পাবনার সুজানগরে কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৪ বার পঠিত

 

মোঃ নূরুন্নবী পাবনা:

পাবনার সুজানগরে গাজনার বিলের বোনকোলা পয়েন্টে কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওহাব । সোমবার ১০ জুন টি আর কর্মসূচি অর্থায়নে এর উদ্বোধন করেন।

সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও‌ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওহাব তার‌‌ নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করেছেন। ‌‌ সোমবার সকালে উপজেলার মানিকহাট ইউনিয়নের ‌গমগারা ক্যানেল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মানিকহাট ইউপি চেয়ারম্যান মোঃ শফিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ডা: মজিবুর রহমান ও সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পা‌ক‌ শেখ মিলনসহ‌ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টিআর কর্মসূচির অর্থায়নে‌ ওই কচুরিপানা অপসারণ করা হচ্ছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান।

পাবনা জেলা প্রতিনিধি
১০/০৬/২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক লিখনী সংবাদ
Theme Customized By Shakil IT Park