1. admin@dailylikonisongbad.com : admin :
  2. mdsohaghasan333@gmail.com : Sohag RAHMAN : Sohag RAHMAN
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১০ বার পঠিত

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন, সম্প্রসারণ, পাট পন্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে চাষিদের উদ্বুদ্ধকরনের লক্ষ্যে পাটচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০ জুন বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

“পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এই শ্লোগানে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয় ঠাকুরগাঁয়ের আয়োজনে সমাবেশে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকারের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোছাম্মাৎ শামীমা নাজনীন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম জেলা পাট উন্নয়ন কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক (সমন্বয়) মোঃ ওসমান আলী শেষ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও আশপাশের জেলার কয়েকশ পাট চাষী উপস্থিত ছিলেন। সমাবেশে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন, সম্প্রসারণ, পাট পন্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে চাষিদের উদ্বুদ্ধকরনে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক লিখনী সংবাদ
Theme Customized By Shakil IT Park